চমৎকার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ যা দিয়ে আপনি যে কোন নাম্বারে ফ্রি ৪০ মিনিট এবং ফ্রি ৪০ টা ম্যাসেজ করতে পারবেন,সবাই দেখবেন একটু হলেও আপনার উপকার হতে পারে







আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে / টেকটিউনস কে ধন্যবাদ আমাকে আবারো টিউন করার সুযোগ দেওয়ার জন্য। কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া। আমার টিউন শুরু করছি।
আজকে আপাদের সেই রকম একটা অ্যাপ দিবো
যা  দিয়ে মন খুশিতে নাচতে থাকবে। এখন থেকে ফ্রি কল করতে পারবেন যেকুন মোবাইল নাম্বারে। সুধুমাএ  অ্যান্ড্রয়েড থেকেই কল করা যাবে। আপনি এপটি ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করুন। তাহলে পাবেন ৪০ মিনিট যা দিয়ে আপনি যে কোণ দেশে অথবা যে কোন  নাম্বারে কথা বলতে পারবেন। ক্রেডিট শেষ হলে চিন্তা নেই ফ্রি ক্রেডিট আর্ন করতে পারবেন (ভিডিও দেখে,অ্যাপ ডাউনলোড করে ইত্যাদি) যাক  বেশি কথা বলবনা। আপনি নিজেই ডাউনলোড করে দেখুন।
চলুন অ্যাপ টির  বৈশিষ্ঠঃ দেখে নেই।
এপটির বৈশিষ্ঠঃ
১ঃগ্রুপ মেসেজিং করতে পারবেন।
২ঃএন্ড্রয়েডের জেলিবিন,কিটকাট,ললিপোপ এবং নতুন ভার্সন মাশ্ম্যালোতেও ভালো কাজ করবে।
৩ঃকলের মান এবং ক্ষমতা অনেক স্পষ্ট।
৪ঃ আইফোন এও ঙ্কাজ করে।
৫ঃফিক্সেড ডায়েল-প্যাড।
৬ঃরেফারাল বোনাস পয়েন্ট।
৭ঃ মেসেজ পাঠাতে পারবেন যে কোন নাম্বারে।
[সব চেয়ে বর দিক হল যে কোন নাম্বারে কল এবং মাসেজ পাঠাতে পারবেন।
কিভাবে সাইন আপ করবেন ?.
/ প্রথমে এপটিতে ডুকলেই দেখতে পারবেন.ভাষা নির্বাচন করতে বলা হবে। আপনি যে ভাষাটি ভালো বোঝেন সিটি নির্বাচন করুন। যেহেতু বাংলা ভাষা নেই সেহেতু ইংলিশ দিতে পারেন।
/ ভাষা নির্বাচন হয়ে গেলে ফোন নাম্বার চাইবে এখন আপনি যে নাম্বার দিয়ে একাউন্ট করতে চান সেটা দিয়ে দিন। সেই ফন নাম্বার যদি আপনার ফোনেই থাকে তাহলে স্বয়ংক্রিয় ভাবে একাউন ভেরিফাই হয়ে যাবে। আর যদি অন্য মোবাইলে থাকে তাহলে মেসেজে একটা কোড যাবে সেটি সাবমিট করতে হবে।।
তারপর আপনাকে লিংগ নির্বাচন করতে বলা হবে, যে আপনি নারি না পুরুষ ? (নারি হলে ফিমেল দিন পুরুষ হলে মেল দিন)
/ তারপর চাইবে/আপনার পেশা কি ? আমি যেহেতু এখনও শিক্ষার্থী তাই আমি অটাই দিয়েছি। আপনি যা করেন তাই দিবেন।
/ তারপার আপনার বয়স নির্বাচন করতে হবে। বয়স নির্বাচন হয়ে গেলে ডায়েল-প্যাড আসবে আর আপনি কল করতে পারবে।
আশা করি সবাই বুঝতে পেড়েছেরেছেএই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
এপটি নিচে থেকে ডাউনলোড করতে পারেন।,
Download Now https://uploadshub.com/lhki4y39rfaj
Note- ডাউনলোড করার সময় নিচের চিএ এর মত টিক টা তুলে দিন,
ডাউনলোড করতে না পারলে আপনাদের সুবিধার জন্নে একটা ভিডিও বানিয়ে দিলাম
PC USER রা যেভাবে ডাউনলোড করবেন  ভিডিও লিং https://www.youtube.com/watch?v=52Lvnn8Ns0s
Android user রা যেভাবে ডাউনলোড করবেন   ভিডিও লিং   https://www.youtube.com/watch?v=Il-Ggw5NP98

Comments