**-- Green Card লটারি'তে এবছর ৪০০০+ বাংলাদেশী কে স্থায়ী নাগরিকত্ব ও Work Permit ভিসা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র --**

**-- Green Card লটারি'তে এবছর ৪০০০+ বাংলাদেশী কে স্থায়ী নাগরিকত্ব ও Work Permit ভিসা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র --**
----------------------------------------------------------------------------------



'Green Card Visa program' আমেরিকার স্থায়ী নাগরিকত্ব পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্টসভা থেকে স্বীকৃত লটারি প্রোগ্রাম। এটাকে কোথাও কোথাও ‘গ্রিন কার্ড লটারি’ বলা হয়।
লটারি প্রক্রিয়াটি অভিবাসন ও জাতীয়তা আঈন (INA) এর Section 203(c) এর সকল শর্ত মেনে আমেরিকার Department of State কর্তৃক সরাসরি পরিচালনা করা হয়। অবিভাসন আইন ১৯৯০ (Pub. L. 101-649) এর Section 131 মতে INA (203) অভিকর্মী অভিবাসীনামে বলা হয়।
এই আঈনের জন্য প্রতিবছর আমেরিকাতে ১,৪০,০০০ নতুন স্থায়ী নাগরিক / কর্মী এর জায়গা তৈরী হয় যা আমেরিকা সরকার উন্নয়নশীল দেশ গুলো থেকে বিদেশী নাগরিকদের আমেরিকার নাগরিকত্ব ও কাজের সুযোগ দিয়ে পূরণ করে । এই উদ্যেশ্যে ১৯৯৫ সাল থেকে আমেরিকা 'Diversity Visa' (DV) প্রোগ্রাম চালু করেছিলো যেখানে বাংলাদেশ ১৯৯৯ সালে প্রথমবারের মতো অংশগ্রহন করেছিলো।
এবং, ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রায় ৩৯,০০০ জনকে DV এর মাধ্যমে আমেরিকার নাগরিক হিসেবে নির্বাচিত করা হয়। এর মধ্যে মাত্র ১৭,০০০ জন চূড়ান্তভাবে আমেরিকা পৌছে, এবং বর্তমানে আমেরিকাতে বসবাস করছে।
বাংলাদেশ সহ ১৮টি দেশের Diversity Visa প্রোগ্রাম বা DV রেস্ট্রিক্টেড / বন্ধ করা হয়েছে ২০১২ সাল থেকে, এবং সর্বশেষ প্রোগ্রাম টি ছিলো 'DV-2013' যা আবেদন গ্রহণের পরেও বাজেয়াপ্ত করা হয়েছিলো। ২০১২ সালের অক্টোবরে চূড়ান্তভাবে US Embassy Dhaka বাংলাদেশ সরকার এর সাথে DV চুক্তি বাতিল করে। তবে, বলা হয় যে বাংলাদেশে পুনরায় DV চালু করার ব্যাপারটি পুনর্বিবেচনা করবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার।
পুনরায় আর কখনোই বাংলাদেশ এর জন্য DV প্রোগ্রাম টি চালু হয়নি, এবং বর্তমানেও এটি বন্ধ আছে।
তবে, আনন্দের সংবাদ হচ্ছে-
US State Department of Immigration সম্প্রতি ২০১৫ সাল থেকে Green Card Visa প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ সহ বিশ্বের ২১ টি দেশের জন্য। তবে, রাষ্ট্রিয় নিরাপত্তার স্বার্থে গেল বছর এই প্রোগ্রাম টি বাংলাদেশে চালু করা সম্ভবপর হয়েছিলোনা।
এবছর Green Card Visa প্রোগ্রাম - ২০১৭ 'তে বাংলাদেশ অফিসিয়ালি আবেদন করতে পারছে এবং ৪০০০ এরও অধিক স্থায়ী কর্মী বাংলাদেশ থেকে আহ্বান করা হয়েছে। এটি DV নয়, তবে এটিও একটি লটারি ভিসা প্রোগ্রাম যা শুধুমাত্র কর্মী ভিসা / Immigrant Visa (E3) প্রদান করে।
->জেনে নিন কারা এই প্রোগ্রামের অধীনে আমেরিকার কর্মী ভিসা / স্থায়ী নাগরিকত্বের জন্য Apply করতে পারবেনঃ-'' যারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক।
'' যারা বাংলাদেশে বসবাসরত আছে।
'' কমপক্ষে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত। অথবা, যেকোনো কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সনদ / ট্রেনিং সার্টিফিকেট আছে।
'' যাদের বয়স ১৮ বছরের বেশী এবং ৪৫ বছরের কম।

->জেনে নিন কারা আবেদন করতে পারবেন নাঃ-'' যারা সরকারী দ্বিতীয় ও সরকারী প্রথম শ্রেণীর চাকুরিজীবি।
'' যারা আঈন রক্ষাকারী বাহিনী অথবা মিলিটারি সার্ভিস এ কর্মরত আছেন অথবা অবসর নিয়েছেন।
'' শারীরিক বিকলঙ্গতা।
'' যুক্তরাষ্ট্র থেকে বিতারিত যেকোনো অবৈধ অভিবাসী।

এবছর Green Card Visa প্রোগ্রাম শুরু হয়েছে ২৬শে ফেব্রুয়ারি, ২০১৬ থেকে।
আবেদনের শেষ সময়সীমাঃ ২৬শে মে, ২০১৬
আবেদন করতে হলে প্রার্থীকে প্রথমে সরকারী অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন করতে চাইলে এই ঠিকানায় ব্রাউজ করুন- www.greencardvisa.us
আবেদন ফরম পেতে এই লিংকে দেখুন- www.greencardvisa.us/register

Comments