➽ জীবিত অবস্থায় ৭টি হক:-।
☞ ১) আজমত অর্থাৎ পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল
হওয়া।
☞ ২) মনে-প্রাণে ভালোবাসা।
☞ ৩) সর্বদা তাদেরকে মেনে চলা।
☞ ৪) তাদের খেদমত করা।
☞ ৫) তাদের প্রয়োজন পূর্ণ করা।
☞ ৬) তাদেরকে সবসময়
সুখে শান্তিতে রাখার চেষ্টা করা।
☞ ৭) নিয়মিত তাদের
সাথে সাক্ষাত ও দেখাশোনা করা।
➽ মৃত্যুর পর ৭ টি হক:-
☞ ১) তাদের মাগফেরাত
এর জন্য দোয়া করা।
☞ ২) সওয়াব পৌঁছানো।
☞ ৩) তাদের সাথী সঙ্গী ও
আত্মীয় স্বজনদের সম্মান করা।
☞ ৪) সাথী-সঙ্গী ও
আত্মীয় স্বজনদের সাহায্য করা।
☞ ৫) ঋণ পরিশোধ ও কআমানত আদায় করা।
☞ ৬) শরীয়ত সম্মত ওসিয়ত পূর্ণ করা।
☞ ৭) সাধ্যমত তাদের কবর জিয়ারত করা।
আল্লাহ পাক আমাদের
সেই তাউফিক দান করুন আমিন।
সংগ্রহীত।
Comments
Post a Comment